১. সুখবরের শুরু মার্ক ১ঃ১-১১


পটভূমি ঃ তরিকাবন্দীদাতা ইয়াহিয়া পাক কিতাবের নবী ইলিয়াসের মত কাপড় পড়তেন। (তুলনা করুন ৬ আয়াত এর সাথে ২ বাদশাহনামা ১ঃ৮)। মরুভূমিতে ঘাসফড়িং ও মধু ছিল তার সাধারণ খাবার। কারো জুতা বহন করা ছিল একজন গোলামের কাজ।
দ্রষ্টব্য ঃ বাক্যবন্ধনীর মধ্যে দেয়া প্রশ্নগুলি তখনই জিজ্ঞাসা করতে হবে যখন কেউ তার আগের প্রশ্নটির উত্তর না দেবে।

১. যদি একজন ব্যক্তি একাকী তার সমস্ত যৌবনকাল একটি মরুভূমিতে কাটিয়ে দেয় তাহলে সে কি ধরণের অভিজ্ঞতা লাভ করে ? (চিন্তা করুনতো, তরিকাবন্দীদাতা ইয়াহিয়ার মরুভূমিতে প্রাত্যাহিক জীবন কেমন ছিল ?)
  • এই অংশে যে সময়ে কথা উল্লেখ করা হয়েছে, তখন ইয়াহিয়ার বয়স ৩০ হয়েছে। এই বয়সে যুবকেরা সাধারণত যা করতে চায় কেন তিনি সেই বিষয়গুলি অনুসরণ করেননি ?
  • কেন হজরত ইয়াহিয়া তাঁর পরিচর্যা কাজ যেরুজালেমে অথর্াৎ, রাজধানীতে করেননি ?
  • হজরত ইয়াহিয়ার জনপ্রিয়তার গোপন রহস্য কি ছিল ?
    ২. কেন লোকেরা হজরত ইয়াহিয়ার মাধ্যমে তরিকা নিতে চাইতো তার কিছু কারণ চিন্তা করুন (৪-৫ আয়াত)?
  • হজরত ইয়াহিয়া তরিকা দেবার পূর্বে কেন লোকদেরকে জনসম্মুখে তাদের গোনাহের জন্য ক্ষমা চাইতে হতো (৫) ?
  • আপনার কি মনে হয় যদি জনসম্মুখে প্রথমে আপনাকে গোনাহ স্বীকার করে তারপর তরিকা নিতে হতো তাহলে কি আপনি তরিকা নিতেন ?
  • হজরত ইয়াহিয়ার পরিচর্যা কাজ কিভাবে ঈসা মশীহের জন্য পথ তৈরী করেছিল (২-৪)? (ঈসার পরিচর্যা কাজ শুরু করার আগে কেন হজরত ইয়াহিয়ার পরিচর্যা কাজের প্রয়োজন হয়েছিল ?)
    ৩. আমরা কিভাবে আমাদের হৃদয়ে ঈসা মশীহের প্রবেশের পথ প্রস্তুত করতে পারি (৩)?
  • কিভাবে আমরা অন্যান্য মানুষের জীবনেও ঈসা মশীহের প্রবেশের জন্য পথ প্রস্তুত করতে পারি (উদাহরণস্বরূপ আমাদের প্রিয়জনদের জীবনে) ?
    ৪. জনপ্রিয়তা কেন হজরত ইয়াহিয়াকে গর্বিত করে তোলেনি ?
  • কেন হজরত ইয়াহিয়া নিজেকে মূল্যবান মনে করেননি বরং আগত মশীহের পায়ের জুতা খুলতে চেয়েছিলেন ?
    ৫. হজরত ইয়াহিয়া ও ঈসা মশীহের তরিকাবন্দীর মধ্যে কি পার্থক্য রয়েছে (বিশেষতঃ ঈসায়ী তরিকার মধ্যে) ? (ঈসা (আঃ) তার উম্মতদেরকে রুহে তরিকাবন্দী দেবেন- এই কথার অর্থ কি (৮ আয়াত)?
  • এই অংশের আলোকে, কেন নাজাতের জন্য তরিকাবন্দী প্রয়োজনীয় ?
    ৬. যদিও ঈসা মশীহের তওবা করার মত কোন কিছুই ছিল না তবুও কেন তিনি তওবা করে তরিকাবন্দী নিতে চেয়েছিলেন ?
    ৭. ঈসা মশীহের তরিকাবন্দীর সময়ে কিভাবে ত্রিত্ত্ব আল্লাহর প্রকাশ ঘটেছিল ?
  • কেন মাবুদ পিতা তাঁর সন্তানের তরিকা নেবার সময়ে বেহেশ্ত থেকে তাঁর প্রতি নিজের মহব্বত সরাসরি প্রকাশ করেছিলেন ?
    ৮. কোন বিশেষ সময়ে বেহেশ্তী পিতা আপনার প্রতি দৃষ্টিপাত করেন, আপনি কি মনে করেন ১১ আয়াতটি তিনি আপনাকেও বলতে পারেন ? কারণগুলো ব্যক্ত করুন।

    সুখবর : ১১ আয়াতের কথাগুলো স্মরণ করিয়ে দেয় যখন মাবুদ আল্লাহ হজরত ইব্রাহিমকে বলেছিলেন ' তোমার ছেলেকে, অদ্বিতীয় ছেলে ইস্হাককে, যাকে তুমি এত ভালবাস তাকে নিয়ে তুমি মোরিয়া এলাকায় যাও। সেখানে যে পাহাড়টার কথা আমি তোমাকে বলবো তার উপরে তুমি তাকে পোড়ানো কোরবানী হিসাবে কোরবানী দাও (পয়দায়েশ ২২ঃ২)। ঈসা মশীহের তরিকাবন্দী ছিল তাঁর ক্রুশে মৃতু্যবরণ করার পথে প্রথম পদক্ষেপ।

    © 2005 Glad Tidings Mission