২৪. অবিশ্বাস্য পুনরুত্থান (১৬ঃ১-১১)
পটভূমি ঃ পুরাতন ঐতিহ্য অনুসারে, হজরত মার্ক ছিলেন হজরত পিতরের অনুবাদক ; তার সুখবরটি ছিল ঈসা মশীহের জীবনী যা হজরত পিতর নিজ চোখে দেখেছিলেন। এই সুখবরের একটি অন্যতম মূল বিষয় হচ্ছে সাহাবীদের ঈমানের অভাব। যদিও ঈসা মশীহ তাঁর মৃতু্য এবং পুনরুত্থান সম্পর্কে পূর্বেই ভবিষ্যতবাণী করেছিলেন, তবুও সাহাবীরা বিশ্বাস করেনি যে একটি সম্ভব ছিল। মনে রাখুন যে ঈসার দেহ ইতোমধ্যেই অভিষিক্ত করা হয়েছে যেদিন তিনি মারা গিয়েছিলেন।
১. কেন গালীল থেকে আসা মহিলারা কবরের মুখে পাথর এবং কবর পাহারা দেবার জন্য সৈন্য থাকা (মথি সিপারা অনুসারে) সত্ত্বেও ঈসার কবর দেখার জন্য জেদ ধরেছিলেন ? (১-৩)
২. এই মহিলারা ২ দিন আগে দেখেছেন যে ঈসা মশীহের ক্ষত বিক্ষত দেহকে অভিষিক্ত করা হয়েছে। আপনার কি মনে হয় কেন তারা দ্বীতিয়বারের জন্য আবার তাকে অভিষিক্ত করতে চাইলেন ?
আপনি কি মনে করেন যে এরকম অবস্থায় আপনি কি আপনার কোন প্রিয়জনের দেহ দেখতে বা ছুঁয়ে দেখতে চাইবেন ?
শুধুমাত্র ইউহোন্না ঈসা মশীহের মৃতু্য প্রত্যক্ষ করেছিলেন ; অন্যান্য সাহাবীরা একবারের জন্যও ঈসা মশীহের দেহ দেখতে চাননি। কেন চাননি ? ( আপনার কি মনে হয় এক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে বিশেষ কোন পার্থক্য আছে ? যদি থাকে তাহলে তা কি ?)
৩. যদি মহিলারা ঈসা মশীহের বলা ভবিষ্যতবানীতে বিশ্বাস করে থাকেন, তাহলে আপনার কি মনে হয় রবিবার সকালে তাদের আচরণ কেমন হবে ?
৪. যখন এই মহিলারা ফেরেশ্তাদের কথা শুনেছিল তখন তারা কি চিন্তা করেছিলো (৬)?
ফেরেশ্তাদের কথা শুনে, মহিলারা এমন ভয় পেয়েছিল যে তারা মশীহের পুনরুত্থানের কথা কাউকে বলেনি (৮)। কি বিষয় তাদেরকে এত ভীত করেছিল ?
৫. সেই সময়ের আইনে মহিলাদের কোন কথা আদালতে সাক্ষ্য হিসাবে গ্রহণ করা হত না জেনেও তার পুনরুত্থানের প্রথম সাক্ষী হবার জন্য কেন ঈসা মশীহ মহিলাদেরকে বেছে নিলেন? (৭,১০)
৬. এই মহিলাদের দিলে কখন এবং কিভাবে ঈসা মশীহের পুনরুত্থান সম্পর্কে ঈমান জন্ম নিল ?
৭. আপনার জীবনে কি এমন কিছু আছে যা মনে হয় মৃতদেহের মত এবং তা আবার পুনরুত্থিত করা অসম্ভব বলে মনে করেন? (আপনি নিজেকেই উত্তর দিতে পারেন)
১৪ আয়াতে যেভাবে ঈসা মশীহ তাঁর সাহাবীদের ঈমানের অভাবের জন্য তিরস্কার করেছেন সেভাবে যদি আপনাকেও তিরস্কার করেন তাহলে আপনি কি উত্তর দেবেন ?
৮. দেহের পুনরুত্থান (যা শুধুমাত্র ঈসায়ী ঈমানের ক্ষেত্রে শিক্ষা দেয়া হয়) এবং আত্মার অমরত্বের (অনেক ধর্মের মধ্যে যা একটি প্রচলিত বিশ্বাস) মধ্যে পার্থক্য কি ?
৯. যদি দেহের পুনরুত্থানের মত কোন বিষয় না থাকতো, তাহলে ঈসায়ী সমাজ মানবজাতির জন্য কি দিতে পারতো ?
ধরুন একজন ব্যক্তি সমস্ত ঈসায়ী শিক্ষাকে বিশ্বাস করে, কিন্তু দেহের পুনরুত্থানের শিক্ষা বিশ্বাস করে না. তাহলে আমরা কেন তাকে ঈসায়ী বলতে পারি না ?
১০. হজরত পিতর দুইদিন আগে তার প্রভুকে অস্বীকার করেছিলেন। যখন ঈসা মশীহ তার কাছে একটি বিশেষ শুভেচ্ছা পাঠালেন তখন এটি তার কাছে কি অর্থ বহন করেছিল ?
কল্পনা করুন যে গোনাহের কবরে আটকে আছেন। যদি কিছু সময় পরে, আপনি ঈষা মশীহের কাছ থেকে একটি সংবাদ পান যে তিনি আপনাকে দেখতে চেয়েছেন, তখন আপনার অনুভূতি কি হবে ?
Version for printing
Downloads
Contact us
Web-master