GT Bible Studies    

    Bangla    


Navigation Glad Tidings Bible Studies

২২. মহব্বত কখনও ব্যর্থ হয় না (১৪ঃ১-৯)


পটভূমি ঃ দলনেতা সংক্ষেপে এই পাঠ্যাংশ বেথেনিয়ার মরিয়মের সম্বন্ধে কি শিক্ষা দেয় তা বলবেনঃ লূক ১০ঃ৩৮-৪২, ইউহোন্না ১১ অধ্যায় এবং ইউহোন্না ১২ঃ১-১১। ( তিনি লূক ৭ঃ৩৬-৫০ আয়াতের মহিলা নন)।মার্থা মরিয়ম ও লাসারের অভিভাবকেরা অবশ্যই মারা গেছেন। সম্ভবত তারা তাদের অবিবাহিত মেয়েদের জন্য কিছু অর্থ রেখে গিয়েছিলেন যেন বৃদ্ধ বয়সে তাদের সাহায্য হয়। ঈসা মশীহের জীবনের শেষ সপ্তাহ এখান থেকে শুরু হল।
১. আপনি যদি জানেন যে আপনার কোন বন্ধু/বান্ধবী মারা যাচ্ছে তাহলে আপনি তার সাথে কি ধরণের সঙ্গ দেবেন ?
  • ঈসা মশীহ এখানে তার নিজের মৃতু্যর কথা উল্লেখ করেছেন(৮)। আপনি কি মনে করেন মাথর্া, অন্যান্য সাহাবীদের মত নয়, কিন্তু বুঝতে পেরেছিলেন যে ঈসা মশীহ খুব শীঘ্রই মৃতু্যবরণ করতে যাচ্ছেন ? আপনার কারণগুলি ব্যাখ্যা করুন।
    ২. জটামাংসীর তেল দিয়ে তৈরী দামী ও খাঁটি একপাত্র আতর কিনতে হলে আপনাকে সারা বছরে একজন শ্রমিক যে আয় করতো তার চেয়ে বেশী অর্থ দিয়ে কিনতে হতো। এজন্য এটি ব্যবহারের সময় মাত্র একফোঁটা ব্যবহার করা হত। আমাদের বর্তমান টাকার হিসাবে এই একপাত্র আতরের দাম কত হবে ?
  • এই পরিমাণ অর্থ জমা করতে কতদিন সময় লাগে ?
  • যেহেতু মরিয়ম এই দামী আতর কিনেছিলেন, সেহেতু তিনি তার যৌতুক ও পেনশনের বিষয়ে কি চিন্তা করেছিলেন ?
    ৩. কেন মরিয়ম কয়েক ফোঁটা আতর ব্যবহার না করে সম্পূর্ণ পাত্রটা ভেঙ্গেই ঈসা মশীহের মাথায় ঢেলে দিয়েছিলেন ?
    ১. 'মশীহ' শব্দের অর্থ হল ' অভিষিক্ত বা মনোনীত একজন'। ইহুদী বাদ্শাহদেরকে সাধারণতঃ তাদের কার্যকাল শুরুর প্রথমেই অভিষিক্ত করা হত। কেন ঈসাকে অভিষিক্ত করা হয়নি যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যৃদিন আসে ?
    ৪. মরিয়ম তার জমানো সমস্ত অর্থ এই সুগন্ধি আতর কেনার জন্য ব্যবহার করেছিল। সমালোচনার কোন অংশ তাকে বেশী আহত করেছিলো ? (৪-৫)
  • এক বছরের মজুরী কিভাবে শহরের একজন গরীবের উপকারে আসতো ?
    ৫. ঈসা মশীহ যখন তার পক্ষে কথা বলছিলেন তখন কোন বিষয়টি তাকে বেশী সম্মানিত করে তুলেছিল ? (৬-৯)
  • আপনি কি ঈসা মশীহের এই কথা আপনার জীবনে প্রয়োগ করতে পারেন ঃ ' ও যা পেরেছে তা করেছে।' (৮)
  • এখন থেকেই আপনি ঈসার জন্য কি করতে পারেন ?
    ৬. ঈসা মশীহ যা করেছেন তার সাথে মরিয়ম যা করেছেন তার মিল কোথায় ? (যেমনঃ ক্রুশের উপর তার মৃতু্য, ৯ আয়াতে উল্লেখিত 'সুখবর)
  • আপনি কি মনে করেন কোনটি সবচেয়ে বেশী ' নষ্ট করা' ঃ যে মরিয়ম তারা দামী আতর ঈসার পায়ে ঢেলে নষ্ট করেছেন অথবা ঈসা মশীহ মরিয়মের জন্য তাঁর রক্ত ঢেলে দিয়েছেন ?
    ৭. মরিয়মের স্বভাবের মধ্যে এমন কি অনুপম বিষয় ছিল যে তা সারাজীবন মনে রাখা হবে (৯) ?
  • কি ধরণের স্মৃতি আপনি পিছনে রেখে আসতে চান ? (৯)
    ৮. সেদিন ঈসা মশীহের জন্য মরিয়ম যে অর্থ 'নষ্ট' করেছেন, আপনি কি মনে করে পরবতর্ীতে এ বিষয়ে তার অনুভূতি কি ছিল ?
  • কিভাবে মরিয়ম ঈসাকে অনেক মহব্বত করতে শিখেছিলেন ?
  • কিভাবে আমরা মরিয়মের মত ঈসাকে আরো বেশী মহব্বত করতে শিখতে পারি ?
    সুখবর ঃ মরিয়ম ঈসাকে ভালবাসতে শিখেছিলেন তার কথা শোনার মধ্য দিয়ে। একারণে তিনি ঈসাকে ঠিক সময়ে সেবা করতে সক্ষম হয়েছিলেন। মরিয়ম প্রথমে সুখবরের উপর ঈমান এনেছিলেন, এবং এই ঈমান তার দিলে এমন আকাংখা তৈরী করেছিলো যেন সে তার সমস্ত কিছু প্রভুর কাছে সমর্পণ করে। দুনিয়াতে তাঁর শেষ দিনগুলিতে ঈসা মশীহ জটামাংসীর তেলের সুগন্ধি নিয়েই সবজায়গায় ঘুরেছিলেন এবং এটি মরিয়মের কারণেই হয়েছিল।

    Version for printing    
    Downloads    
    Contact us    
    Web-master