GT Bible Studies    

    Bangla    


Navigation Glad Tidings Bible Studies

৪. একটি ঝড়ের মধ্যে (৪ঃ ৩৫-৪১)


পটভূমি ঃ ঈসার সাহাবীদের মধ্যে চারজন পেশাদার জেলে ছিলেন। গালীল হ্রদের সমস্ত কিছু তাদের নখদর্পণে ছিল।

১. গালীল সাগরটি ২০ী১২ কিলোমিটার ছিল। এধরণের একটি সাগর আড়াআড়ি পার হতে আনুমানিক কত সময় লাগতে পারে ?
  • সন্ধ্যার দিকে যদি আপনাকে কেউ এ ধরনের একটি হৃদ বা সাগর আড়াআড়ি পার হতে বলে তাহলে আপনি কি চিন্তা করবেন ?
  • দিনের ঐ সময়ে ঈসা যখন তাদের সাগরটি পার হতে বললেন তখন কেন সাহাবীরা তাকে আদৌ কোন প্রতিবাদ করেননি ?
    ২. ঝড়েরও মধ্যে প্রায় পানিতে ভরে ওঠা একটা নৌকায় একজন ব্যক্তি কি কারণে ঘুমাতে সমর্থ? এর বিভিন্ন কারণ খুঁজে বের করুন। (এটি আল্লাহর সাথে তাঁর সম্পর্ক এবং তাঁর নিজের মৃতু্যর বিষয়ে আমাদের কাছে কি প্রকাশ করে ?)
    ৩. পানিতে ভেসে থাকার জন্য সাহাবীরা কি ধরণের পদক্ষেপগুলি নিয়েছিল বলে আপনার মনে হয় ?
  • এই পরিস্থিতিতে কেন সাহাবীরা আল্লাহর শক্তির উপর ঈমান রাখতে পারেনি ?
    ৪. আপনি কি এমন কোন পরিস্থিতিতে কখনও পড়েছেন যখন আপনার মনে হয়েছে যে আপনি ডুবে(৩৮) যাচ্ছেন কিন্তু ঈসা মশীহ ঘুমিয়ে রয়েছেন এবং আপনার ও আপনার প্রিয়জনের বিষয়ে একটুও খেয়াল করেননি ? এ সম্পর্কে কিছু বলুন।
  • ৩৮ আয়াত মূলত একটি মোনাজাত। এই আয়াতের মধ্য দিয়ে আমরা মোনাজাত সম্পর্কে কি শিক্ষা পাই ?
    ৫. যখন সাহাবী তাদের প্রয়োজন অনুযায়ী সাহায্য পেলেন তখন তারা কেন আশ্চর্যান্বিত হলেন ?
  • আপনি শেষবারের মত যখন সমস্যায় পড়েছিলেন, তখন সাহাবীদের মত কি পছন্দ বা অপছন্দ করেছিলেন ?
    ৬. আমাদের সমস্যার সময়ে কি রকমের সহায়তা ঈসা মশীহের কাছ থেকে আশা করা উচিৎ ?
    ৭. বাতাস ও ঝড় সত্যিই যে ঈসা মশীহের ধমক শুনেছিল (৩৯), এটি বিশ্বাস করা আপনার জন্য সহজ না কঠিন ? আপনার কারণগুলো বলুন।
  • ঈসা মশীহ ঝড়ের ঐ মূহুর্তের মধ্যে উঠে দাঁড়িয়ে বললেন, 'থাম, শান্ত হও।' তাঁর এই কালাম আপনার পরিস্থিতিতে কি অর্থ বহন করে ?
    ৮. ৪০ আয়াতে উল্লেখিত কথাটি সাহাবীরা যখন ঈসা মশীহের কাছ থেকে শুনতে পেল তখন তারা কেমন অনুভব করেছিল ?
  • ৪০ আয়াতে ঈসা সাহাবীদের যা বলেছেন তা যদি তিনি আপনাকেও বলেন তাহলে আপনার প্রতিক্রিয়া কেমন হবে ?
    ৯. এই দুই ধরণের ভয় কিভাবে সাহাবীদের একে অন্যের থেকে আলাদা করে : মৃতু্যর ভয় এবং পরে ঈসা মশীহের কেরামতী কাজ করার পর ভয় (৪০-৪১) ?
    ১০. ঈসা মশীহ কেন সেই লোকদেরও সাহায্য করেন যাদের ঈমানের ঘাটতি রয়েছে ?
  • এই অভিজ্ঞতার মধ্য দিয়ে কিভাবে সাহাবীদের ঈমান পরিবর্তিত হয়ে গেল?
  • যে ধরণের সমস্যার অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনি এখন যাচ্ছেন তা কিভাবে আপনার বিশ্বাসকে পরিবর্তন করতে পারে বলে আপনি মনে করেন ?

    সুখবর : সাহাবীরা ডুবে যাওয়া থেকে রক্ষা পেয়েছিলেন, কিন্তু ঈসা মশীহ রক্ষা পাননি। ক্রুশে পেরেকবিদ্ধ হবার করার অর্থ নিঃশ্বাস বন্ধ করে ডুব দেয়া , একেবারে ঠিক ডুবে মৃতু্যবরণ করার মত। দলনেতা জবূর শরীফ ৬৯ঃ১-২ এবং ১৪-১৫ আয়াত পড়বেন। এটি এমন একটি গান যেখানে ঈসা মশীহের ক্রুশে মৃতু্যবরণের ঘটনা বর্ণনা করা হয়েছে। আমাদের আগুনের হ্রদে (প্রকাশিত কালাম ২০ঃ১৪) ডুবে যাওয়া থেকে রক্ষা করার জন্য ঈসা মশীহ মূল্য দিয়েছেন।

    Version for printing    
    Downloads    
    Contact us    
    Web-master