২. সুস্থ দেহে সুস্থ রুহ্ (২:১-১২)
পটভূমি ঃ ঈসা মশীহের সময়ে ঘরের ছাদগুলি ছিল সমতল, যা চুনাপাথর এবং টালি দিয়ে তৈরী হতো; আমাদের বর্তমান সময়ের ছাদগুলি থেকে ঐ ছাদগুলি ভাঙ্গা সহজ ছিল। সেইসময়ে ঘরবাড়ীগুলোর বাইরের দিকে সিঁড়িপথ থাকতো যার মাধ্যমে ছাদে যাওয়া যেত। যদি কোন ব্যক্তি অবশ রোগে আক্রান্ত হয়, তাহলে তা হয় মাথার ভিতরে রক্তক্ষরণের কারণে, যা সাধারণত মধ্য বয়সে বা তার পরবতর্ী সময়ে হয়ে থাকে। এখানে ইব্নে-আদম বলতে ঈসা মশীহকে বুঝানো হয়েছে।
১. অবশ রোগীটির প্রতিদিনের জীবনযাপন সম্বন্ধে কল্পনা করুন। প্রতিদিন তাকে কি ধরণের সমস্যাগুলির সম্মুখীন হতে হত ? ( তার জন্য কি ধরণের যত্মের প্রয়োজন ছিল ? অসুস্থতার কারণে কিভাবে মানুষের সাথে তার সম্পর্কের পরিবর্তন ঘটেছিল ? ভবিষ্যতের জন্য তার পরিকল্পনা/স্বপ্ন কি ছিল ? তার জীবনের কি অর্থ ছিল ?)
যিনি এই অবশ রোগীকে যত্ম নিতেন তার প্রতিদিনের জীবনযাপন সম্বন্ধে চিন্তা করুন। এটি কেমন হতে পারে ?
২. আয়াত ৫ এর আলোকে আমরা এটি পরিস্কারভাবে বুঝতে পারি যে এই লোকটি গোনাহ্গার ছিল। যখন একজন মানুষ নিজেকে অন্য কোথাও সরাতে পারে না বা শারিরিক প্রতিবন্ধী হয় তখনও সে কি ধরণের পাপ করতে পারে ?
* আলোচনা করুন : আমাদের মানব জীবনে অসুস্থতা কি আমাদের ভাল করে না খারাপ করে ?
৩. যারা অবশ রোগীকে বহন করে এনেছিল তারা কারা ছিল ? বিভিন্ন সম্ভাব্যতা নিয়ে আলোচনা করুন।
৩-৪ আয়াতে যেভাবে ঘটনা উল্লেখিত আছে সেই অনুসারে কি বিষয় লোকগুলোকে এত প্রত্যয়ী করে তুলেছিল ?
বাড়ী থেকে ধাপে ধাপে বন্ধুটিকে ঈসা মশীহের সামনে আনার জন্য এই লোকগুলিকে কি করতে হয়েছিল তা একবার চিন্তা করুন। ( কোনটি সহজ, কোনটি কঠিন ছিল ?)
৪. বন্ধুরা অবশরোগে আক্রান্ত ব্যক্তিটিকে ঈসা মশীহের সামনে এনেছিল যেন সে সুস্থ হতে পারে। কেন ঈসা মশীহ প্রথমে তার গোনাহ্ ক্ষমা করলেন ? (ঈসা কেন এই ধারাবাহিকতা রক্ষা করলেন ?)
গোনাহের ক্ষমা অবশ রোগীটির কাছে কি অর্থ বহন করেছিল ?
৫. মনে করুন, আপনি আপনার একটি মন্দ সমস্যা ঈসা মশীহের আনলেন, সমস্যাটি সমাধান করার পরিবর্তে তিনি বললেন: " আমার ছেলে/ মেয়ে, তোমার গোনাহ্ ক্ষমা করা হল!" আপনি কি দুঃখিত হবেন না আনন্দিত হবেন?
যদি আপনাকে পছন্দ করতে বলা হয়, তাহলে আপনি কোনটি পছন্দ করবেন : আপনার সমস্যার সমাধান হয়নি কিন্তু আপনার একটি ভাল বিবেকবোধ রয়েছে ? অথবা আপনার সমস্যার সমাধান হয়েছে কিন্তু বিবেক আপনাকে বার বার কষ্ট দিচ্ছে ?
গোনাহ থেকে ক্ষমা পাবার কারণে যখন অবশরোগীটির হৃদয় আলোকিত হল, তখন শারিরীক সুস্থতার কারণে তার আচরণ কেমন ছিল ?
৬. ৫ আয়াতে ঈসা কাদের ঈমানের কথা বলেছেন- ভাল করে বাক্যটির গঠন খেয়াল করুন।
কোন মূহুর্ত থেকে অবশ রোগীটি ঈসার উপর ঈমান আনতে শুরু করলো ?
৭. ৯ আয়াতে ঈসা মশীহ যে প্রশ্ন উত্থাপন করেছেন তার উত্তর দিন। (ঈসা লোকটিকে সুস্থ করলেন এর অর্থ কি ? তিনি লোকটির গোনাহ্ ক্ষমা করলেন এরই বা মূল্য কি ?)
৮. এই অংশটুকু শুধুমাত্র ঈমান সম্বন্ধেই বলে না কিন্তু অবিশ্বাস সম্বন্ধেও বলে। কেন আলেমেরা বিশ্বাস করতে চাইছিলেন না যে ঈসা মশীহ গোনাহ্ ক্ষমা করতে পারেন ?
৯. কিভাবে আমরা আমাদের প্রিয়জনদেরকে যারা নিজেরা ঈসা মশীহের কাছে আসতে পারে না বা আসতে চায় না তাদেরকে তাঁর কাছে 'নিয়ে' আসতে পারি (তারা কোথায় ঈসা মশীহের সাথে মিলিত হতে পারে ?)
১০. ঈসা মশীহ আপনাকে এই কিতাবী আলোচনার মধ্য দিয়ে পরিচালনা করেছেন যেন তিনি আপনাকে এই কথা বলতে পারেন : ' আমার ছেলে/মেয়ে, তোমার গোনাহ্ ক্ষমা করা হল।" আপনার বর্তমান পরিস্থিতিতে এই কথাগুলি আপনার কাছে কি অর্থ বহন করে ?
Version for printing
Downloads
Contact us
Web-master